শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় মাদকদ্রব্য-ছুরিসহ গ্রেফতার ৩৮

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ১১:১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / 103

বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযানে নারীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু মাদকদ্রব্য ও ধারালো ছুরি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এরআগে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার ৩৮ জনের মধ্যে মাদকদ্রব্যসহ ১৬ জন, মাদকসেবী ১২ জন, আইনশৃঙ্খলা পরিবেশ বিঘ্ন করায় ১৫১ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে তিনজন ও ছুরিসহ দুজনকে আটক করা হয়েছে।
পরিদর্শক আব্দুর রউফ আরও বলেন, অভিযানে জব্দ মাদকদ্রব্যের মধ্যে আড়াই কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা, ফেনসিডিল ২৪ বোতল ও ২ বোতল বিদেশি মদ আছে। বিকেলে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।