শিরোনাম ::
নোটিশ ::
ভাগ্যের কি নির্মম পরিহাস- রবিউল ইসলাম জিবলু

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০১:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / 166

তোমায় কতটা বেসেছি ভালো
জানে আমার মন,
হৃদয় জুড়ে বলেছে শুধুই
তুমি আমার প্রিয়জন।
তোমার জন্য বেঁধেছি আশা
আমার বুক টা জুড়ে,
দুজন মিলে সংসার করবো
আমার এই ছোট্ট কুড়ে ঘরে।
আমার দুচোখে তোমায় নিয়ে
ছিলো শত শত স্বপ্ন,
সুখের একটা সংসার গড়ে
থাকবো দুজন পরিপূর্ন।
ভাগ্যের কি নির্মম পরিহাস
ভালোবেসে পেলাম না তোমারে,
তোমার জন্য প্রতি রাতে
কাঁন্না করি আমি অঝরে।