বগুড়া ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সোনাতলায় আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন Logo কাহালুতে ৩ ছাত্রকে অপহরণ করে মুক্তিপন দাবী, গ্রেফতার ১ Logo বগুড়া- ১ আসনে মনোনয়ন পত্র উত্তোলন করলেন নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নান Logo গাবতলীতে রাধা গোবিন্দের রাস লীলা উপলক্ষে পদাবলী কীর্তন ও ভোগমহোৎসব Logo কাহালুর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার টাকা বিতরণ Logo সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার Logo বগুড়ায় জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা Logo আদমদীঘিতে রাস পূর্নিমা অনুষ্ঠিত Logo বগুড়া-৭আসনে ডাঃ নাননু আ.লীগের মনোনয়ন পাওয়ায় গাবতলীতে আনন্দ মিছিল Logo বগুড়া- ১ আসনে আ’লীগ থেকে সাহাদারা মান্নান মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ
নোটিশ ::
"বগুড়া বুলেটিন ডটকম" এ আপনাকে স্বাগতম। বগুড়ার প্রত্যেক উপজেলায় ১জন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ফাঁকা উপজেলাসমূহ- সদর, শাজাহানপুর, ধনুট, শেরপুর, নন্দীগ্রাম

সিরাজগঞ্জ রায়গঞ্জ একটি পাকা রাস্তা অভাবে প্রতিনিয়ত চলারপথে সাধারন জনগনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে

লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / 104
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার একটি বড়মাপের জনবহুল রাস্তা পাকা করনের অভাবে প্রতিনিয়ত চলারপথে হাজার হাজার সাধারন জনগনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষি প্রধান এলাকা হওয়ায় এই এলাকার কৃষকের উৎপাদিত কৃষি পন্য হাট বাজারে ক্রয়বিক্রয়ে পরিবহন ব্যাবস্থা একেবারেই নেই বল্লেই চলে। প্রায় ৭/৮ কিলো রাস্তাটি পুরোটা কাচা হওয়ায় রাস্তায় চলেনা অটো সিএনজি ভ্যান রিক্সা ছোট বড় ব্যাক্তি মালিকানাধীন কোন যানবাহন।প্রতিনিয়ত কৃষকের কৃষি পন্য মাথায় নিয়ে পাড়ি দিতে হয় র্দীঘপথ।গতকাল বুধবার ২১ শে মার্চ২০২৩ ইং সরেজমিনে গিয়ে জানাযায় রামেশ্বগাতি নাড়ুয়া বেগনাই তেঘুরী আংগারু বেস্টুপুরের ভিতোর দিয়ে বয়ে যাওয়া গত ৫০ বছরের পুরোনো এই রাস্তাটির মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রায় ১৩ টি ব্রীজ কালর্ভাটের দুপাশের মাটি সরেগেছে এবং পাখাগুলো ভেংগে রডবের হয়ে রাস্তায় চলাচল হুমকির মুখে পড়েছে। রাস্তাটির গাঁঘেশে রয়েছে প্রায় ১১-১২টি সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ও মক্তব।আংগারুর কয়েকজন স্থানীয় কৃষক বলেন আমরা খুবই অবহেলিত আমাদের খোজ খবর কেউ রাখেনা রাস্তার খোজ কে নিবে একটু বৃষ্টি বা প্রাকৃতিক কোন দুর্যোগ হলে আমরা এই রাস্তাদিয়ে পন্যপরিবহন দুরের কথা পায়ে হেটেই চলতে পারিনা। আমরা অতি দ্রুত এমপি মহদয়ের সুদৃষ্টি কামনা করি এবং সরকারের কাছে রাস্তাটি পাকাকরনের জোর দাবি জানাই। পঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সদস্যগন বলেন আমরা ঐ রাস্তাটির বিষয় এমপি মহদয়ের নলেজে দিয়েছি।  সময়মতো হবে আমরা সার্বিক সহযোগিতা করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জ রায়গঞ্জ একটি পাকা রাস্তা অভাবে প্রতিনিয়ত চলারপথে সাধারন জনগনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে

আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার একটি বড়মাপের জনবহুল রাস্তা পাকা করনের অভাবে প্রতিনিয়ত চলারপথে হাজার হাজার সাধারন জনগনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষি প্রধান এলাকা হওয়ায় এই এলাকার কৃষকের উৎপাদিত কৃষি পন্য হাট বাজারে ক্রয়বিক্রয়ে পরিবহন ব্যাবস্থা একেবারেই নেই বল্লেই চলে। প্রায় ৭/৮ কিলো রাস্তাটি পুরোটা কাচা হওয়ায় রাস্তায় চলেনা অটো সিএনজি ভ্যান রিক্সা ছোট বড় ব্যাক্তি মালিকানাধীন কোন যানবাহন।প্রতিনিয়ত কৃষকের কৃষি পন্য মাথায় নিয়ে পাড়ি দিতে হয় র্দীঘপথ।গতকাল বুধবার ২১ শে মার্চ২০২৩ ইং সরেজমিনে গিয়ে জানাযায় রামেশ্বগাতি নাড়ুয়া বেগনাই তেঘুরী আংগারু বেস্টুপুরের ভিতোর দিয়ে বয়ে যাওয়া গত ৫০ বছরের পুরোনো এই রাস্তাটির মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রায় ১৩ টি ব্রীজ কালর্ভাটের দুপাশের মাটি সরেগেছে এবং পাখাগুলো ভেংগে রডবের হয়ে রাস্তায় চলাচল হুমকির মুখে পড়েছে। রাস্তাটির গাঁঘেশে রয়েছে প্রায় ১১-১২টি সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ও মক্তব।আংগারুর কয়েকজন স্থানীয় কৃষক বলেন আমরা খুবই অবহেলিত আমাদের খোজ খবর কেউ রাখেনা রাস্তার খোজ কে নিবে একটু বৃষ্টি বা প্রাকৃতিক কোন দুর্যোগ হলে আমরা এই রাস্তাদিয়ে পন্যপরিবহন দুরের কথা পায়ে হেটেই চলতে পারিনা। আমরা অতি দ্রুত এমপি মহদয়ের সুদৃষ্টি কামনা করি এবং সরকারের কাছে রাস্তাটি পাকাকরনের জোর দাবি জানাই। পঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সদস্যগন বলেন আমরা ঐ রাস্তাটির বিষয় এমপি মহদয়ের নলেজে দিয়েছি।  সময়মতো হবে আমরা সার্বিক সহযোগিতা করবো।