শিরোনাম ::
নোটিশ ::
কষ্টের কাছে হলাম পরাজয়

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০৮:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / 97

তোমরা দুজন ছিলে আমার
অন্ধকার জগতের আলো,
তোমাদের পেয়ে ভুলে গেছিলাম
আমার অতীতের কষ্ট গুলো।
ভেবে ছিলাম তোমাদের পেয়েছি
এখন থাকবে মুখে হাসি,
কে জানে অল্পতেই শেষ হবে
আমার এই আনন্দ খুশি।
তোমাদের কাছে চেয়ে ছিলাম না কিছু
চেয়ে ছিলাম শুধু একটু সময়,
যে সময় টুকু কথা বলে আমি
কাটাইতাম একাকৃত্বের প্রলয়।
ব্যস্ততার অজুহাতে তোমরা কখনো
দাওনি আমায় একটু সময়,
তোমাদের অবহেলায় আবারো
কষ্টের কাছে হলাম পরাজয়।
লেখকঃ রবিউল ইসলাম জিবলু (গাবতলী বগুড়া)