বগুড়ায় পেঁয়াজ বীজ উৎপাদন করছে কৃষি বিভাগ

- আপডেট সময় : ১০:৩০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / 91

প্রতি বছরই নির্ধারিত একটি সময়ে পেঁয়াজের দাম বেড়ে যায়। অস্বাভাবিক পর্যায়ে চলে যায় পেঁয়াজের দাম। এ অবস্থা থেকে মুক্তি পেতে এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নিয়েছে বগুড়া মসলা গবেষণা কেন্দ্র। তাই অনেক কৃষক পেঁয়াজের ফুল সংরক্ষণ করেন বীজের জন্য।
এই বীজ থেকে আগাম চারা তৈরী করা হবে। মৌসুম ছাড়াও পেঁয়াজ চাষে আগ্রহী করতে কাজ করছে কৃষি বিভাগ। ছবিতে দেখা যাচ্ছে শফিকুল পেঁয়াজের জমিতে আগাছা পরিস্কার করছে। ছবিটি সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টটিউট ফসল গবেষণা উপ-কেন্দ্র বগুড়া শহরের সেউজগাড়ী থেকে তোলা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টটিউট কন্দাল ফসল গবেষণা উপ-কেন্দ্র বগুড়ার ইনচার্জ ড. সহিদুল আলম জানান, চলতি মৌসুমে পেঁয়াজ বীজের চাষ অনেক ভাল হয়েছে। গত বছর ৫০ কেজি পেঁয়াজ বীজ উৎপাদন করতে পারলেও এবছর তা ৪০ কেজিতে নেমে আসবে। তবে কয়েকদিনের বৃষ্টির কারনে জমিতে পানি জমে আছে। চারপাশের বাড়িগুলো উচু আর আমাদের জমি নিচু।