শিরোনাম ::
নোটিশ ::
প্রচ্ছদ /
অপরাধ, অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরির খবর, জাতীয়, তথ্য ও প্রযুক্তি, দুর্ঘটনা, ধর্ম, বিনোদন, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা ও ক্যাম্পাস, সম্পাদকীয়, সারাদেশ
দিনাজপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ১০

এনামুল মবিন সবুজ,দিনাজপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / 115

দিনাজপুর কাহারোলে যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর – রংপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন,মোস্তাফিজুর রহমান(৩৮), সোহানুর রহমান সোহান,(৩২) ও ফয়জার উদ্দিন (৪২)।
দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করান। আমরা দিনাজপুর রংপুর মহাসড়কে গাড়ি চলাচল স্বাভিক করা হয়েছে।নিহত ব্যক্তিদের থানায় নিয়ে আশা হয়েছে এবং তাদের পরিবার কে খবর দেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।