আদমদীঘিতে চালককে খুন করে অটোভ্যান ছিনতাই

- আপডেট সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / 177

বগুড়ার আদমদীঘিতে তৈয়ব আলী (৬০) নামের এক ভ্যান চালককে ছুরিকাঘাতে খুন করে অটো ভ্যানগাড়ী ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৯ মার্চ) সকালে তারতা কুমারপাড়া নদীর পাড় থেকে ভ্যান চালক তৈয়ব আলীর মরদেহ উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরন করেছে থানা পুলিশ। নিহত তৈয়ব আলী আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের তারতা কুমড়াপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে। আদমদীঘি পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, অটোভ্যান চালক তৈয়ব আলী গত শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় তার অটোভ্যান নিয়ে কুন্দগ্রাম বাজার থেকে যাত্রী নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে রোববার সকাল ১০ টায় নাগর নদীর তারতা জোড়াদহ নামক স্থানে ভ্যানচালক তৈয়ব আলীর মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানায়, ভ্যানচালক তৈয়ব আলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।